যশোর প্রতিনিধি
করোনার অজুহাতে যশোর শহরের জেলরোডস্থ চলাচলরত ইজিবাইকেরা যাত্রীদের নিকট ভাড়া দ্বিগুন আদায় অব্যাহত রেখেছে। অথচ শহরের বাদ বাকী সড়কে চলাচলরত ইজিবাইক চালকেরা তাদের পূর্বের ভাড়া নিচ্ছে। শুধু মাত্র এই সড়কে চলাচলরত ইজিবাইক চালকেরা যাত্রীদের কাছ থেকে হঠকারীভাবে দ্বিগুন ভাড়া আদায় করায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে। এ ব্যাপারে ইজিবাইক যাত্রীরা যশোর পৌরসভার মেয়রসহ পুলিশ ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
যশোর শহরের সদর হাসপাতালের সামনে থেকে উপশহর খাজুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ইজিবাইকে একজন যাত্রীর ভাড়া ছিল ৫ টাকা। যশোর পৌরসভায় ভাড়া চাট হিসেবে মাইল প্রতি যে টাকা রয়েছে তা উপেক্ষিত হচ্ছে এই সড়কে। সূত্রগুলো জানিয়েছেন,যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে উপশহর খাজুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ৫টাকা। তাছাড়া, দড়াটানা থেকে বাহাদুরপুর পর্যন্ত ১০ টাকা হারে ভাড়া আদায় করতো ইজিবাইক চালকেরা। যশোরে ইজিবাইক চলাচল শুরু হওয়ার পর থেকে এই ভাড়া নেওয়া হতো। দড়াটানা থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত ১০ টাকা। যশোর শহরের সব সড়কে চলাচলরত ইজিবাইকের ভাড়া করোনার পূর্বে যা ছিল বর্তমানে তাই রয়েছে। শুধুমাত্র যশোর শহরের সদর হাসপাতালের সামনে থেকে উপশহর খাজুরা বাসস্ট্যান্ড ও বাহাদুরপুর পর্যন্ত ভাড়া ১০ টাকার স্থলে ১৫ টাকা আদায় করছে। করোনার অজুহাতে এই সড়কে কতিপয় সন্ত্রাসী প্রকৃতির ইজিবাইক চালকেরা ৫ টাকার স্থলে ১০টাকা আদায় করছে। জেল রোডে চলাচলরত ইজিবাইকের চালকেরা যাত্রীদের জিম্বি করে ৫ টাকার স্থলে ১০ টাকা আদায় করছে। এ ব্যাপারে যশোরের পৌর মেয়র,জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।