যশোর ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় তিন জন আটক

যশোর প্রতিনিধি
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাজারহাট এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় পুলিশ তিন জনকে আটক করেছে।
আটক ব্যাক্তিরা হলো, রনি, রাজারহাট আবাদ কচুয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে, রিপন বারান্দীপাড়া ফুলতলার আহম্মেদের ছেলে ও বাপ্পি শহরের মোল্যাপাড়ার জুলু মিয়ার ছেলে।
যশোর কোতোয়ালি থানার এসআই তপন কুমার নন্দি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজারহাট এলাকার সেকেন্দারের ছেলে বাপ্পীর ইজিবাইক ছিনতাই করে পালাবার সময় রনি, রিপন ও বাপ্পীকে আটক করা হয়েছে। আটক ওই তিনজনে বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দেয়া হয়েছে।
তারা এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে স্হানীয় সূত্রে জানা যায়।