যশোরের মণিরামপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো বৃদ্ধার

যশোর প্রতিনিধি
যশোর মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজারে পণ্য বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফুলজান বিবি নামে নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার ১১ এপ্রিল সকালে যশোর-চুকনগর সড়কের চালাকিডাঙ্গা বাজারে ঘটনাটি ঘটে। বৃদ্ধা ওই বাজার এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। একইসাথে দুর্ঘটনায় দায়ী ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-৪২২৩) জব্দ করেছে পুলিশ। মণিরামপুর থানায় দায়িত্বরত পুলিশের ডিএসবি শাখার সদস্য সাইফুল ইসলাম বলেন, সড়ক পার হওয়ার সময় যশোরগামী একটি দ্রুতগতির ট্রাক বৃদ্ধাকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধার। মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি তাদের হেফাজতে আছে।