যশোরে ছয়টি চোরাই মোবাইল ফোনসহ দু’ চোর গ্রেফতার

যশোর প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের একটি চৌকস টিম যশোরের পুলিশ মণিরামপুর থেকে ৬টি চোরাই মোবাইল ফোনসহ দু’জনকে গ্রেফতার করেছে। একই সাথে মোবাইল কেনাবেচার নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামের আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম এবং একই উপজেলার নেহালপুর গ্রামের হারান গাজীর জামাই সোহাগ ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে, জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই সাদ্দাম হোসেন গত বুধবার ১৮ মে রাত সাড়ে ৮টায় ওই উপজেলার হাজরাকাটি গ্রামে অভিযান চালিয়ে  তরিকুল ইসলাম ও সোহাগকে ৬টি চোরাই মোবাইল ফোনসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা যশোর কোতয়ালি থানায় দায়ের করা একটি চোরাই মোবাইল কেনাবেচা মামলায় তদন্তে অভিযুক্ত আসামি। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।