বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের’ ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী হলেন যারা

যশোর প্রতিনিধি:
বেনাপোল বন্দরের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ‘বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের’ ত্রি-বার্ষিক নির্বাচনে ‘সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদের’ ব্যানারে ‘আনারস’ প্রতিকের শামছুর রহমান-মধু-লতা পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদকের একটি পদ বাদে ১৮টি পদে বিজয়ী হয়েছে।
সোমবার বেনাপোল অ্যাসোসিয়েশন ভবনে ৭টি বুথে ভোট নেওয়া হয়।সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাররা ভোট প্রদান করেন।নির্বাচনে ৭২৪ জন ভোটারের মধ্যে  ৫৮০জন ভোটার ভোট প্রদান করেন।
নির্বাচন কমিশনার কাজী শাহজাহান সবুজ বলেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে
দুটি প্যানেলের ‘সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদের’ ব্যানারে ‘আনারস’ প্রতিকে শামছুর রহমান-মধু-লতা পরিষদ অন্য দিকে ঐক্য পরিষদের ব্যানারে ‘ছাতা’ প্রতিকে সজন-ভারত-ফজলু পরিষদ প্রতিদ্বন্ধিতা করেন।
অপর নির্বাচন কমিশনার ফারুক হোসেন উজ্জ্বল বলেন, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট সম্পন্ন হয়েছে।সভাপতি পদে শামছুর রহমান (প্রাপ্ত ভোট- ৩৯০) ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা (প্রাপ্ত ভোট-৪১৯) নির্বাচিত হয়েছেন।
শামছুর রহমান-মধু-লতা পরিষদ ১৯টি পদের ১৮টি পদে বিজয়ী হয়েছেন।অপর সজন-ভারত-ফজলু পরিষদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু তাহের ভারত জয়লাভ করেছে।