যশোরে নকল ইঞ্জিন অয়েল বিক্রির অভিযোগে র‌্যাব-৬ যশোর এর অভিযানে দুটি দোকানে জরিমানা

যশোর প্রতিনিধি
অনুমোদনহীন নকল ইঞ্জিন অয়েলবিক্রির অভিযোগে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শহরের আরএন রোডের দুইটি দোকানের অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
র‌্যাব জানিয়েছে, তারা গোপন সূত্রে জানতে পারে আরএন রোডের বেশ কয়েকটি দোকানে অনুমোদনহীন ইঞ্জিনঅয়েল বোতলজাত, সংরক্ষন ও বিক্রি হচ্ছে। বুধবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটার পর্যন্ত ওই রোডের অনি অটোমোবাইলের মালিক তরিকুল ইসলাম (৪৬) এবং শিহাব এন্টারপ্রাইজের মালিক হামজা হোসেনের (১৮) দোকানে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন ও নকল ইঞ্জিনঅয়েল তাদের দোকান থেকে উদ্ধার করা হয়। র‌্যাবের সহযোগিতায় বিএসটিআই এর কর্মকর্তা এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত মোবাইল টিম দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে অনুমোদনহীন ইঞ্জিনঅয়েল জব্দ করা হয়।