যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ভবানিপুর গ্রামে (১৪) বছর বয়সি এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। রোববার সন্ধ্যায় ভবানীপুর গ্রামের ব্রিজ এলাকায় পাট খেতে ধর্ষণের ঘটনা ঘটলে দিবাগত রাত দেড়টার দিকে,কিশোরীটিকে যশোর জেনারেল হাসপাতালে গাইনি বিভাগে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতলে চিকিৎসাধীন।
ধর্ষণের শিকার ওই কিশোরী এই প্রতিবেদককে জানাই তার পরিবার কিছু হাসপালে হাঁসগুলো ভবানীপুর ব্রিজের ওখানে পানি থাকায় সেখানে যাই। হাঁসগুলো বাড়িতে আনার জন্য কিশোরীটি রোববার সন্ধ্যায় ভবানীপুর ব্রিজের কাছে যায় এ সময় হাঁস দৌড়ে পাট ক্ষেতের দিকে যায়। হাস ধরতে কিশোরীটি পাট ক্ষেতের দিকে গেলে উপজেলার লেবুতলা গ্রামের পান্নান মোল্লা ছেলে মাহিম (২৭) তাকে গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে পাটক্ষেতের ভেতরে নিয়ে যায়। পরে কোক এর সাথে কিছু মিশিয়ে জোর করে খাইয়ে দেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে এমনটাই বললেন কিশোরী।
হাসপাতালে আর এম ও ডাক্তার আব্দুস সামাদ বলেন এই রোগীর সকল পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে রিপোর্ট আসলে রেপ হয়েছে কিনা জানা যাবে।
কতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসে আই) মনিরুজ্জামান বলেন ধর্ষণের ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে এখন তো নাই মামলাদেব মামলা দিলে মামলা নেয়া হবে। আসামি আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।