গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ পৃথক স্থান থেকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধ: কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার খালে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে সমুদ্র সৈকতের ডায়াবেটিস হাসপাতাল পয়েন্ট ও কুতুবদিয়া পাড়া বীচ পয়েন্ট থেকে আলাদা সময়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো- মধ্যম কুতুবদিয়া পাড়ার মুফিজের ছেলে মোহাম্মদ কালু (৬) ও একই এলাকার ইলিয়াসের ছেলে মোহাম্মদ রিয়াদ (৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে কালু ও রিয়াদ গোসল করতে নেমে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর রিয়াদের মরদেহ পাওয়া গেলেও দীর্ঘ ৮ ঘণ্টা পর ডায়াবেটিস হাসপাতাল পয়েন্টে ভেসে উঠে কালুর মরদেহ। নিহত শিশুদের বাবা-মা সন্তানের মরদেহ শনাক্ত করেন।

এদিকে খবর পেয়ে রাত ১২টার দিকে সদর মডেল থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে