যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

রোকনুজ্জামান , চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় শাহিনুর রহমান (৩৫ ) নামের এক কৃষকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

কৃষক শাহিনুর রহমান উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়োহুদা গ্রামের রমজান আলীর ছেলে। তার এক ছেলে ও চার কন্যা সন্তান রয়েছে।
শুক্রবার (৮ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার পুড়োহুদা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মাসুম জানায়, শুক্রবার দুপুরে বাড়ির কাউকে কিছু না বলে ছোট মেয়েকে নিয়ে ডিবটিউবওয়েলের মাঠে যায় শাহিনুর রহমান। সেখানে শাহাদাতের মেহগনি গাছে গলায় ফাঁস দেয় । তার সাথে থাকা মেয়েটা কান্নাকাটি ও চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে মেহগনি গাছে সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।